ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাট্স
আমাদের দেশে মেডিকেল টেকনোলজিষ্ট ও মেডিকেল এ্যাসিসটেন্টদের চাহিদার বিপরীতে ব্যাপক ঘাটতি রয়েছে। যার ফলশ্রুতিতে সরকারি ও বেসরকারী খাতে বিভিন্ন টেকনোলজিষ্ট এবং মেডিকেল এ্যাসিসটেন্টদের বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। বলাবাহুল্য সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে দক্ষ টেকনোলজিষ্টদের ভুমিকা ও গুরুত্ব অপরিসীম। এরই প্রেক্ষিতে দেশে স্বাস্থ্য সেবাদানের লক্ষ্যে সরকারী ও বেসরকারী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের প্রত্যন্ত, গ্রামাঞ্চলে আপামর জনসাধারণ, তাদের আর্থিক অপ্রতুলতা, যোগাযোগ, দুরত্ব সর্বোপরী আর্থসামাজিক প্রেক্ষাপট গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিকূলে থাকায় সারা দেশের বিশাল জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এ সমস্যা সমাধোনের লক্ষ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশে ১৩৫০০টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে মেডিকেল এ্যাসিসটেন্ট নিয়োগ দানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাছাড়া বেসরকারীভাবে স্থাপিত দেশের উপজেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত অসংখ্য প্যাথলজিক্যাল ল্যাবরেটরী, হাসপাতাল ও ক্লিনিকের অধিকাংশ যথাযথ মানসম্পন্ন মেডিকেল এ্যাসিসটেন্ট ও টেকনোলজিষ্টদের নিয়োগ দান আজও সম্ভব হয় নাই। এসব বিবেচনা করেই বন্দর নগরী ও বিভাগীয় শহর চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ফিরিঙ্গি বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত “ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজী” প্রতিষ্ঠানটি ২০০২ সালে এবং মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ২০১৫ সালে স্থাপন করা হয়েছে। যা বৃহত্তর চট্টগ্রামে সর্ব প্রথম এবং সর্ব বৃহৎ প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়ে আসছে।