কোর্স সমূহে ভর্তির তথ্যাবলী
ভর্তির যোগ্যতা:
পদার্থ, রসায়ন ও জীববিদ্যা সহ বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ এস. এস. সি./ দাখিল ও সমমানের পরীক্ষায় নূন্যতম জি.পি. এ ২.৫০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীগণ আবেদন করতে পারেন।
ভর্তির নির্দেশিকা:
প্রার্থীকে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নিয়ম অনুযায়ী এক যোগে অভিন্ন প্রশ্ন পত্রের মাধ্যমে নির্ধারিত সরকারী IHT & MATS এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এবং পাশ মার্ক/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- এস. এস. সি. অথবা সমমানের পরীক্ষার সাময়িক সনদপত্র ও প্রশংসাপত্রের (মূলকপি)।
- এস. এস. সি. অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্র (মূলকপি)।
- নাগরিকত্বের সনদপত্র/জাতীয় সনদপত্র।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি রঙ্গীন ছবি ( ২ কপি সত্যায়িত এবং ৪ কপি সত্যায়িত ছাড়া)।
- এস. এস. সি. সনদ ও নম্বরপত্রের অনুলিপি (২ কপি সত্যায়িত এবং ২ কপি সত্যায়িত ছাড়া।)
ভর্তি কালীন টাকার বিবরণ
কোর্সের নাম : ডিপ্লোমা ইন মেডিকের টেকনোলজি (ল্যাবরেটরী মেডিসিন)
ভতি ফি : ৫,০০০
উন্নয়ন ফি: ৩০,০০০/(১০,০০০ টাকা করে ৩টি সমান বাৎসরিক কিস্তিতে প্রদেয়)।
মাসিক টিউশন ফি:১,০০০
রেজি: ও অন্যান্য ফি: ৮০০/-
কোর্সের নাম: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টিস্ট্রি)
ভতি ফি: ৫,০০০/-
উন্নয়ন ফি:৩০,০০০/(১০,০০০ টাকা করে ৩টি সমান বাৎসরিক কিস্তিতে প্রদেয়)।
মাসিক টিউশন ফি: ১,০০০/-
রেজি: ও অন্যান্য ফি: ৮০০/-
কোর্সের নাম: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিও ওলজি এন্ড ইমেজিং)
ভতি ফি: ৫,০০০/-
উন্নয়ন ফি: ৩০,০০০/(১০,০০০ টাকা করে ৩টি সমান বাৎসরিক কিস্তিতে প্রদেয়)।
মাসিক টিউশন ফি: ১,০০০/-
রেজি: ও অন্যান্য ফি: ৮০০/-
কোর্সের নাম : মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স (ম্যাটস্)
ভতি ফি : ৭,০০০/-
উন্নয়ন ফি: ৬০,০০০/(২০,০০০ টাকা করে ৩টি সমান বাৎসরিক কিস্তিতে প্রদেয়।
মাসিক টিউশন ফি: ১,৫০০/-
রেজি: ও অন্যান্য ফি: ৮০০/-