অবকাঠামোগত বিবরণঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাট্স প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র কোতোয়ালী মোড় সংলগ্ন ফিরিঙ্গি বাজারে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি .৬৭৮৪ একর জমির উপর ৭ম তলা বিশিষ্ট; প্রতি ফ্লোরে ১১,২০০ বর্গফুট সর্বমোট আয়তন (১১,২০০ x ৭) ৭৮,৪০০ বর্গফুট। এতে রয়েছে সুপরিসর ১২টিক্লাস রুম, ১১টি ব্যবহারিক ক্লাস রুম, ০১টি শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, ০২টি কমন রুম, ০১টি প্রশাসনিক ব্লক, ০২টি শিক্ষক/শিক্ষিকা রুম, ০১টি কম্পিউটার ল্যাব ।